জনপ্রিয়

সৌদি আরবে তারাবি পড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ সা’দ বিন আ: মুমিন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী

বাংলাদেশী হাফেজে কুরআনরা বিদেশে তাদের অসাধারণ  প্রতিভার মাধ্যমে বিশেষ মর্যাদা অর্জন করেছেন। বিশ্ব দরবারে তাদের জন্য রয়েছে আলাদা মর্যাদা ও গ্রহণযোগ্যতা। ধারাবাহিকতা অনুযায়ী এবারের রমাদ্বানেও দেশের বাহিরের মসজিদ গুলোতে তারাবিহর নামাজের ইমামতি করতে যাচ্ছেন বাংলাদেশের অনেক হাফেজে কুরআন। আন্তর্জাতিক মঞ্চে তারা সবসময় নিজেদের  দক্ষতা ও প্রতিভার মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করেছেন। বাংলার লাল সবুজের পতাকাকে গর্বের সাথে উপস্থাপন করেছেন। তাদের মধ্যে একজন হলেন হাফেজ সা’দ বিন আব্দুল মুমিন। যিনি মেধা ও প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক মহলে খ্যাতি অর্জন  করছেন। এবার সেই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে তারাবীর নামাজ পড়ানোর উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদে গিয়েছেন। তিনি আমাদেরকে বলেন, জীবনের একটা আশা ছিলো, কুরআন শিখে বিশ্বময় এর খেদমতকে ছড়িয়ে দেওয়া আলহামদুলিল্লাহ সেই পথেই হাটি হাটি পা পা করে এগুচ্ছি। সকলের কাছে দোয়া চাই, কুরআনের খেদমতে যেনো নিজের বিসর্জন দিতে পারি।

  • সৌদি আরবে তারাবি পড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ সা'দ বিন আ: মুমিন