জনপ্রিয়

সোহাগপুর বিধবাপল্লীতে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার, মাসুদুর রহমান

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর বীরঙ্গনা ও শহীদ জায়াদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ ।
সোমবার দুপুরে শেরপুর জেলা পুলিশের আয়োজনে সোহাগপুর বিধবাপল্লীতে বীরঙ্গনা ও শহীদ জায়াদের পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, শাড়ী, লুঙ্গি, চাউল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া, তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।
জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম বীরঙ্গনা ও শহীদ জায়া পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন এবং বলেন তাদের পাশে শেরপুর জেলা পুলিশ সবসময় সার্বিক ভাবে সহযোগীতায় পাশে আছে ।

  • সোহাগপুর বিধবাপল্লীতে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ