সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিপুল পরিমানে ভারতীয় মহিষ এবং গরু আটক আটক*

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 days ago

আবদুল্লাহ আল মারুফ, (দোয়ারাবাজার সুনামগঞ্জ): গত ০৫ ও ০৬ আগস্ট ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ এবং উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে দুটি গ্রুপে বিপুল পরিমানে ভারতীয় মহিষ এবং গরু আটক করে। *আটককৃত মহিষ ও গরুর সর্বমোট সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।* উক্ত চোরাচালানী অভিযান পরিচালনাকালীন একটি গ্রুপে চোরাকারবারীর একটি সংঘবন্ধ দল বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে হামলা করলে ০১ জন বিজিবি সদস্য আহত হয়। পরবর্তীতে র‍্যাব, পুলিশ ও বিজিবির সহায়তায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিজিবির উপর হামলাকারী ০১ জন চোরাকারবারিকে আটক করা হয়।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধ মহিষ ও গরু জব্দ করা হয়।