জনপ্রিয়

সিরাজগঞ্জের বেলকুচিতে জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago
সিরাজগঞ্জের বেলকুচিতে জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের বেলকুচিতে চালা মৌজার হাজী কোরবান আলী শেখের জমি হাজী সবুর তালুকদার জোরপূর্বক দখলে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বিকাল  ৩টার দিকে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে  এ অভিযোগ করেন হাজী কোরবান আলী শেখ। এ সময় কোরবান আলী শেখ বলেন, দীর্ঘদিন যাবত একই এলাকার হাজী সবুর তালুকদার  সাথে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে।‌ হাজী সবুর তালুকদার ওই জমির জন্য বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনকে গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছেন। এরই জের ধরে চলতি বছরের ৩০ জানুয়ারি হঠাৎ করে অনুমানিক ৯ টার সময় হাজী সবুর তালুকদার লোকজন নিয়ে উক্ত জায়গায় অন্যায়, অবৈধভাবে ও জোরপূর্বকভাবে ইট বালি সিমেন্ট দ্বারা বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। উক্ত কাজে আমি বাঁধা দিতে গেলে তিনি আমাকে গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করেন। চোখের সামনেই জোরপূর্বকভাবে সেখানে  বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেছেন। আমি এ বিষয়ে আইনি প্রতিকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে হাজী সবুর বলেন, এই জায়গা আমি ক্রয় করেছি। জমির মালিক ছিলো অনেকে তাই জমি নিয়ে এতো জটিলতা। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা সত্য না। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামুনর রশিদ, রোরহান আলী শেখ, আব্দুল করিম মিয়াসহ ভুক্তভোগী কোরবান আলী শেখের পরিবারের  সদস্যরা।

  • সিরাজগঞ্জের বেলকুচিতে জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন