জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হয় শিক্ষক মিলনায়তনে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তারা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক কেন্দ্রীয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা এ সময় তাকে পুষ্পমাল্য ফুলের তোড়া ও কেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য সভা যাত্রা আলোচনা সভা ও প্রীতি বস অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিক্ষক সংগঠন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফম জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোশারফ হোসেন, শহিদুল ইসলাম, শামসুল হুদা মইনুল হোসেন, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উল্লাপাড়া উপজেলার প্রাথমিক সমিতির কমিটি লক্ষ্যে কাউন্সিল গঠিত হয়।

কাউন্সিলে বড়হার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও বন্যাকান্দি সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।