জনপ্রিয়

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে বঙ্গবন্ধুর ১০৪ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ রেজাউল করিম খান

বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, শিক্ষার্থী আবু হুরায়রা গীতা পাঠ করেন, যুবরাজ। রবিবার (১৭ মার্চ) সকালে স্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক করুণা রাণী সাহা তিনি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করতে হবে। উন্নয়নের পথ প্রদর্শক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিই শিক্ষার ভিত্তি শক্ত প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় সরকারি করণ করেন। শিক্ষার বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে সু-শিক্ষা অর্জন মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন, সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক রাশিদুল হাসান। এ সময়ে অনুষ্ঠানে অত্র স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক জিয়াসমিন সুলতানা, পারভীন খাতুন, অচিন্ত কুমার মন্ডল, সানজিদা খাতুন, শিউলি খাতুন, নাজমা খাতুন, নাহিদ সুলতানা সহ অন্যান্য শিক্ষকগন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাইস্কুলে বঙ্গবন্ধুর ১০৪ জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত