জনপ্রিয়

সিরাজগঞ্জে বিএনপি ৯টি উপজেলা কমিটি, পৌর কমিটি ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষনা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে বিএনপি ৯টি উপজেলা কমিটি, পৌর কমিটি ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম। আজ সোমবার সন্ধ্যায় তিনি এতথ্য নিশ্চিত করেন। আব্দুস সালাম বলেন, সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও প্রতিটি ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। সম্মেলন প্রস্তুত কমিটির সাথে পুর্ণাঙ্গ নির্দেশনা যায়নি। এজন্য ভুল বোঝাবুঝি হয়েছে। সিরাজগঞ্জের সকল উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর কমিটি বিলুপ্তি করা হয়েছে। নতুন করে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে। সম্মেলন প্রস্তুতি কমিটি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করবে। এখানে জেলা বিএনপির কোন কাজ নেই। আগামী দুই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে। এখন কোন সমস্য হবে না। একটি পক্ষের অভিযোগ ছিলো উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর কমিটি বর্তমান জেলা কমিটি বানাইছে। তাদের ভোটে আবারও বর্তমান কমিটি নেতা হতে চায়। এখন নতুন কমিটি হবে সুতরাং জেলা কমিটির আর কোন কাজ নাই। ইউনিয়ন, থানা, ওয়ার্ড সব নতুন করে হবে। প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের জন্য আমীরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। জেলা বিএনপির কমিটি বিলুপ্তি না করে সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান জেলা বিএনপির কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর খোলা চিঠি প্রেরন করেন। এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হলো।

  • পৌর কমিটি ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষনা
  • সিরাজগঞ্জে বিএনপি ৯টি উপজেলা কমিটি