জনপ্রিয়

সিন্ডিকেট ভাঙতে ৫৫ টাকা কেজিতে আলু বিক্রির আয়োজন করেন তেতুলিয়া উপজেলা প্রশাসক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 weeks ago

মোহাম্মদ শেখ ফরিদ, স্টাফ রিপোর্টার

বর্তমান কাঁচাবাজার সিন্ডিকেট যেন সকল জনসাধারণের মধ্যে প্রভাব ফেলেছে সকল দ্রব্যমূল্য সহ কাঁচামাল এর মূল্য আয়ত্তের বাইরে চলে যাচ্ছে । সেন্ডিকেট ভাঙতে পঞ্চগড়ে’র তেঁতুলিয়ায় বাজারে ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেওয়ার উদ্দেশ্যে ৫৫ টাকায় আলু বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (২৩ নভেম্বর ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চৌরাস্তা বাজারে সাধারণ ক্রেতাদের ন্যায্যমূল্যে কেনাকাটার সুবিধার্থে এই আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় ন্যায্য মূল্যের বাজারের কার্যক্রম শুরু হয়। ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফজলে রাব্বি ও উপজেলা খাদ্য পরিদর্শক মো.রুবেল আলম। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, উপজেলা ছাত্র সমন্বয়ক হযরত আলীসহ আরও অনেকে। ন্যায্য মূল্যের বাজার উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়। ব্যাগ হাতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আলু কিনেছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন আনসার সদস্যরা। বাজার পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের স্বেচ্ছাসেবীরা। বর্তমান বাজারে আলুর কেজি ৭৫ থেকে ৮০ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। এ সময় ক্রেতারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য আজকে ৫৫ টাকায় আলু কিনতে এসেছি। বাজারের থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি জানাই এরকম কার্যক্রম যেন সব সময় রাখেন।

  • সিন্ডিকেট ভাঙতে ৫৫ টাকা কেজিতে আলু বিক্রির আয়োজন করেন তেতুলিয়া উপজেলা প্রশাসক