সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিংড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ১৮৩ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
ইসলামী ছাত্রশিবির সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান, আবু বকর শেরকোলী এমপি ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আফতাব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান, সাবেক সভাপতি আফতাব আলী।
আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা শিবিরের সেক্রেটারি আবু সাঈদ রনি, সাবেক জেলা অফিস সম্পাদক আল আমিন, সাবেক জেলা আইন সম্পাদক মোঃ তোহা শেখ, সিংড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।