জনপ্রিয়

সিংড়ায় অবৈধভাবে মাটি বিক্রি করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে মো. মোজাফফর নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, রোববার বিকেলে উপজেলার তেরবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি বিক্রি করার অভিযোগে একজনকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। তাৎক্ষণাত তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

  • সিংড়ায় অবৈধভাবে মাটি বিক্রি করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড