জনপ্রিয়

সারমারা পূর্ব বাজার হইতে বগারচর স্কুল মোড় পর্যন্ত রাস্তা সংস্করণ কাজ চলিতেছে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

সারমারা পূর্ব বাজার হইতে বগারচর স্কুল মোড় পর্যন্ত রাস্তা সংস্করণ কাজ চলিতেছে তবে এই রাস্তা সংস্করণ কাজ নিয়ে এলাকায়বাসীর রয়েছে অভিযোগ ও ভিন্নমত, প্রায় বহুকাল যাবত অনেক অযত্ন ও অবহেলায় পরে আছে ঐতিহ্যবাহী সারমারা পাবলিক মাঠ। এই জনগুরুত্বপূর্ণ পাবলিক মাঠের উন্নয়নের কথা কেউ কল্পনাও করে না এবং নজরে আসেনি কোনো উর্ধতন কর্মকর্তার। এই মাঠটির আয়তন আনুমানিক প্রায় ৩ একরের অধিক, মাঠের পূর্ব পাশেই রয়েছে সারমারা টু বগারচর রাস্তা। এলাকাবাসীর অভিযোগ হলো রাস্তা সংস্করণ ও রাস্তা নির্মান হচ্ছে পাবলিক মাঠের জমির একটি অংশ নিয়ে সেই সাথে এলাকাবাসী দাবী জানিয়েছেন সারমারা সরকারি পাবলিক মাঠটি নতুন করে মাপ-যোগ করে মাঠের জায়গায় ছেড়ে রাস্তা নির্মানের অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকায়বাসী এই পদক্ষেপ ও নেন যে মাঠের জমি বের করে না নেওয়া পর্যন্ত রাস্তা সংস্করণ কাজে বাঁধা প্রয়োগ করার মত পোঁষণ করেছেন এলাকাবাসী।

  • সারমারা পূর্ব বাজার হইতে বগারচর স্কুল মোড় পর্যন্ত রাস্তা সংস্করণ কাজ চলিতেছে