জনপ্রিয়

সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় সভা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

ইব্রাহীম হোসেন সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করেন ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। জেলা সমন্বয়কারী মাসুদ রানা খসড়া কীনোট পেপার উপস্থাপন করলে অংশগ্রহনকারীরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। এসময় নাগরিক প্লাটফর্মের সদস্যদের মধ্যে অগ্রগতি নির্বাহী পরিচালক আঃ সবুর বিশ্বাস, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রথম আলো নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জী, উদিচি সভাপতি সিদ্দিকুর রহমান, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, মাছরাঙ্গা টেলিভেশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সংবাদকর্মী নাজমুল আলম মুন্না, হাফেজ আঃ সাত্তার, উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাসসহ অনেকে আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সভায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করা হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলার ০৭ টি উপজেলার সিএসও প্রতিনিধিরা তাদের মতামত ব্যাক্ত করেন। বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সামাজিক অস্থিরতার মধ্যে যুবদের উদ্বুদ্ধ করে সামাজে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা করার উদ্যোগ খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। সভায় উপস্থিত সদস্যরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য উদাত্ব আহবান জানান এবং আস্থা প্রকল্পের সাফল্য কামনা করেন। প্রকল্প জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুবনীতি বাস্তবায়ন এবং যুবকদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

  • সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় সভা