জনপ্রিয়

সাকিব আবার ফেইল নিষিদ্ধ হলো বোলিং!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 hours ago

আকাশ দাশ সৈকত

বার্মিংহামের পর এইবার চেন্নাইয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। তাইতো স্বীকৃত ক্রিকেটে এই অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করা হয়েছৈ। ফলে তাকেই ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে এক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা হঠাত করে ছন্নছাড়া। ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে দারুণ পারফরম্যান্স করে ইতিহাসের পাতায় লিখিয়েছিলেন নাম সাকিব আল হাসান। তবে সারের হয়ে খেলা ওই ম্যাচ যে হলো তার জন্য কাল, অবৈধ বোলিং অ্যাকশনের জন্য পরিক্ষা দিয়েছিলো ইংল্যান্ডের একটি পরিক্ষাণাগারে তবে সেইখানে আসলো সাকিবের বিপক্ষে রিপোর্ট। তাইতো নিয়ম অনুযায়ী আবারো চেন্নাইয়ে পরিক্ষা দিয়ে ফেইল সাকিব। নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না তার। যদিও খেলে যেতে পারবেন লাল-সবুজের জার্সিতে। তবে খেলতে হবে শুধু ব্যাটার পরিচয়ে।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এইদিকে আজ ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল। নানা জল্পনা কল্পনার অবসান শেষে বাংলাদেশ জার্সিকে বিদায় বলেছেন দেশসেরা তামিম ইকবাল। এইবার বোলিং নিষিদ্ধের কারণে দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিবও। ফলে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই কেমন হতে চলেছে বাংলাদেশ দল সেটাই এখন দেখার অপেক্ষায় দেশবাসী।

  • Akash Das Saikat সাকিব আবার ফেইল নিষিদ্ধ হলো বোলিং!