জনপ্রিয়

সরাসরি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 hours ago

আকাশ দাশ সৈকত

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দিনের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হেরে অনিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশ দলের সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা। তবে রান রেটে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ দল হেরে গেলেও দিনের অপর ম্যাচের দিকে ঠিকই নজর রাখতে হতো জ্যোতিদের। কারণ দিনের দ্বিতীয় ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ বড় রানে কিংবা উইকেটে জিতে যায় তাহলে রানরেটে এগিয়ে থেকে চলে যাবে বিশ্বকাপে। তবে সেই কাজ করতে দেয়নি থাইল্যান্ড। আগে ব্যাট করে ১৬৬ রানে থাইল্যান্ড আটকে গেলেও ওয়েস্ট ইন্ডিজের জন্য রান তাড়া ছিলো সেইদিন পাহাড়সম। কারণ সরাসরি বিশ্বকাপ খেলতে হলে এই রান তাড়া করতে হবে ক্যারিবিয়ানদের মাত্র দশ ওভারে। থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের টার্গেট ১০ দশমিক ৫ ওভারে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুর্দান্ত মারকুটে এই ব্যাটিংটাও এদিন কাজে লাগলো না তাদের।

নেট রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূলপর্বে। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট ০.৬৩। আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪। 

  • সরাসরি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ!