জনপ্রিয়

সরাইলে ঝোপে পাওয়া শিশুটি আছে নিবিড় পরিচর্যায়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

জেলা প্রতিনিধি, (ব্রাহ্মণ বাড়িয়া)

ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলা, কুট্টাপাড়া খেলার মাঠের উল্টোদিকে (ঢাকা-সিলেট হাইওয়ের পাশে) গত ৬ই মার্চ ঝোপের ভেতর পাওয়া শিশুটি এখন আছেন নিবিড় পরিচর্যায়। শিশুটি ব্রাহ্মণ বাড়িয়া সরকারি হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার মন্ডলি ও একদল নার্সদের নিবিড় পরিচর্যায় আছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার শিশুটিকে পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বেশ কিছু অভিজ্ঞ ডাক্তারদের একটি দল। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বাড়িয়া জেলার সিভিল সার্জন মানবিক ডাক্তার খ্যাত, ডাক্তার মোঃ নোমান মিয়া। আরোও উপস্থিত ছিলেন জেলা সুপারিন্টেন্ডেন্ট ডাক্তার রতন কুমার ড্যালি, উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসা, উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসা ডাক্তার সানজিদা খানম। পরিদর্শন শেষে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া বলেন, আলহামদুলিল্লাহ শিশুটি আগের চেয়ে অনেক ভালো আছে।

  • সরাইলে ঝোপে পাওয়া শিশুটি আছে নিবিড় পরিচর্যায়