জনপ্রিয়

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার নবম কাউন্সিলের মাধ্যমে প্রস্তাবিত কমিটি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ, স্টাফ রিপোর্টার

আজ ২৩ মার্চ ২০২৪ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট. ময়মনসিংহ জেলা শাখা ৯ম কাউন্সিলের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি প্রস্তাবনা করেন উক্ত কাউন্সিলর অধিবেশনে উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি কমরেড মুক্তার বাড়ৈ । অধিবেশনে উপস্থিতি ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৫ নং জোনের সমন্বয়ক কমরেড ইমাম হোসেন খোকন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার প্রাক্তন নেতৃবৃন্দ ।এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট. ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ. নবম কাউন্সিলের মাধ্যমে প্রস্তাবিত । ১৫ সদস্য কমিটির ঘোষণা করেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি কমরেড মুক্তার বাড়ৈ। ১. সভাপতি আবদুল্লাহ আল নাকীব ২.সহ সভাপতি জাসিরুল ইসলাম রিয়াদ . ৩. সাধারণ সম্পাদক তানজিল হুসাইন মণিম. ৪. সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ শেখ . ৫. দপ্তর সম্পাদক আবির মোহাম্মদ আকাশ . ৬.অর্থ সম্পাদক মিনামী আহমেদ নামী. ৭. প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিতাম বসাক. ৮. স্কুল বিষয়ক সম্পাদক রিমঝিম আক্তার লাকি. ৯.পাঠাগার সম্পাদক: প্রশান্ত বাসফেরে . সদস্য : ০১. মোহাম্মদ মিরন মিয়া . ০২.মোঃ রাজন মিয়া . ০৩. পূজা সরকার বাসা. ০৪. রাকিবুল ইসলাম রাজু. ৫ ও ৬ নং সদস্য কো-অপ্টের মাধ্যমে পরবর্তীতে নিবাচিত করা হবে।

  • সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার নবম কাউন্সিলের মাধ্যমে প্রস্তাবিত কমিটি