জনপ্রিয়

সনাক বগুড়া’র সহযোগিতায় ‘অভিভাবক ও নাগরিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া

চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং টি আই বি এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়া’র সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকগণের ভূমিকা’ শীর্ষক ‘অভিভাবক ও নাগরিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। গতকাল ১০ই মার্চ বিকাল ৩:০০ টায় বগুড়া জেলার সদর উপজেলার চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা ও সচেতন নাগরিক কমিটি(সনাক) বগুড়ার সদস্যদের বিদ্যালয় হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মো: নূরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি মাছুদার রহমান হেলাল ও সনাক সদস্য জনাব, হোসনেয়ারা হায়দার এবং প্রধান অতিথি ছিলেন জনাব, মো: হযরত আলী। সভার শুরুতে সনাক সদস্য হোসনে আরা হায়দার স্বাগত বক্তব্য রাখেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার প্রসারে মূল্যবান কথা উল্লেখ করেন। আলোচনার পরবর্তী অংশে মুক্ত আলোচনায় উপস্থিত অভিভাবকগন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নানাবিধ সমস্যার কথা উল্লেখ করে পরামর্শ প্রদান করেন। আলোচনার এক পর্যায়ে সনাক সভাপতি জনাব, মাছুদার রহমান বলেন, বাংলাদেশ সরকার শিক্ষার প্রসারে নানা উদ্যোগ ও সুযোগ করে দিয়েছেন। শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা বিদ্যালয়ে বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবকদের করনীয় বিষয়ক বিস্তারিত আলোকপাত করেন। এরপর আলোচনা সভার সভাপতি জনাব, মো: নূরুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাপ্তি ঘোষণা করেন।

  • সনাক বগুড়া'র সহযোগিতায় 'অভিভাবক ও নাগরিক সমাবেশ' অনুষ্ঠিত হয়