জনপ্রিয়

শেরপুরে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্যে নামাজ আদায়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago
শেরপুরে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্যে নামাজ আদায়

মাসুদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলাব্যাপী তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্যে নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। ২৫এপ্রিল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুমরী বাজিতখিলা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শুরুতেই ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশে এই নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করা হয়।এই নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা শাখার আমির মাওলানা মো: আতাউর রহমান। উক্ত নামাজে স্থানীয় বাসিন্দা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার লোকজন অংশ নেন।

  • শেরপুরে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্যে নামাজ আদায়