জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গত ৪ ও ৫ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চিহ্নিত সন্ত্রাসী মো. রবিন চৌধুরী (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শহরের মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রবিন ঐ এলাকার মৃত খবির চৌধুরীর ছেলে। সেনা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত রবিনের বিরুদ্ধে হত্যা,পুলিশ সদস্যকে হত্যা চেষ্টা,ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও মারামারিসহ অত্যন্ত ৬টি মামলা রয়েছে। এর মধ্যে সে একটি হত্যা মামলায় ৭নং আসামী। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসভবনে মাদক সেবনরত অবস্থায় তাকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

  • শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রেফতার