জনপ্রিয়

লালমনিরহাটে জমির মালিকানার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

লালমনিরহাট প্রতিনিধি

ক্রয়কৃত জমির রেজিষ্ট্রেশন দলিলের নকশা মোতাবেক মালিকানার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে কালিগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়ে শোনান ভুক্তভোগীর ছেলে বায়েজিদুল ইসলাম লিটন।এ সময় তিনি লিখিত বক্তব্য বলেন,আমার পিতা আব্দুল জলিল কালিগঞ্জ উপজেলার কালভৈরব বাজারের সড়ক সংলগ্ন ৬০১৪ দাগের ৪২ শতক জমির মধ্যে ২১শতক জমি ২০০২ সালে ক্রয় করে ফাল্গুনী রানীর নিকট।কিন্তু পরবর্তীতে ফাল্গুনী রাণীর মৃত্যুর পর তার ওয়ারিশগন বাকি ২১শতক জমিও ২০২৪সালের মে মাসে বিক্রি করে দেন রুহুল আমিন নামের এক ব্যক্তির নিকট।এদিকে একই দাগের জমি হওয়ায় জমির দখলীকৃত অংশ নিয়ে বর্তমানে বিরোধ দেখা দিয়েছে। এ ব্যাপারে সুষ্ঠ সমাধান চেয়ে সংবাদ সম্মেলন সহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী ওই পরিবার।

  • লালমনিরহাটে জমির মালিকানার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত