জনপ্রিয়

রুহি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজ্বী শাহ আলমের পক্ষ থেকে আনু কুর্মীকে আর্থিক সহযোগিতা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

গত শনিবার ১৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলা পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে আনু কুর্মীর বসতঘরে বৈদ্যুতিক কারণে আগুন লেগে ঘরের মধ্যে থাকা সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। রুহি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব হাজ্বী শাহ আলম সাহেব কে লিটন গন্জু এ বিষয়ে জানানোর পর উনার ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা করেছেন। সেই অর্থ আজ বিকেল ৫ ঘটিকার সময় রুহি ফাউন্ডেশনের শমশেরনগর চা-বাগানের পরিচালনা কমিটির পৌঁছে দেয়, সভাপতি সৌরভ বিন সহ উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকাশ মাদ্রাজি, কানিহাটি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি প্রতাপ রিকিয়াশন, পাবলিক লাইব্রেরি পাত্রখোলার প্রতিষ্ঠাতা ও পরিচালক লিটন গঞ্জু, উপস্থিত ছিলেন সুশিল রিকিয়াসন, বিশাল শীল, কার্তিক রিকিয়াসন, কৃষ্ণ গোয়াল, সজিব কানু, প্রদিপ লোহার কার্তিক রিকিয়াসন, অজয় পাল, ক্যাব ছত্রি, ও সাগর গড় প্রমুখ। পরিশেষে আনু কুর্মী ধন্যবাদ জানান হাজ্বী শাহ আলম সাহেব কে।

  • রুহি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজ্বী শাহ আলমের পক্ষ থেকে আনু কুর্মীকে আর্থিক সহযোগিতা