জনপ্রিয়

রুপসা ঘাটে নৌকা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়, জনদুর্ভোগ চরমে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 days ago

খুলনা প্রতিনিধি…

খুলনার রুপসা ঘাটে নৌকা পারাপারে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী, এক পাশ পারাপারে ভাড়া নির্ধারিত ২ টাকা হলেও বর্তমানে যাত্রীদের কাছ থেকে ৪ টাকা করে আদায় করা হচ্ছে।

এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই অভিযোগ করছেন, কোন ধরনের নোটিশ বা সরকারি নির্দেশনা ছাড়াই এই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে নিত্যদিন পারাপার করা শ্রমজীবী মানুষজনের ওপর এর প্রভাব পড়ছে সবচেয়ে বেশি।

স্থানীয় এক যাত্রী বলেন, “রোজ যাতায়াত করি। হঠাৎ করেই দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। জিজ্ঞেস করলে কেউ উত্তরও দেয় না ঠিকমতো।”
এছাড়াও প্রতিটি ট্রলারে ২৫ জন করে যাত্রী নেওয়ার কথা থাকলেও তারা যাত্রী নিচ্ছে ৩৫ জনের অধিক, ওভারলোড এর কারণে যেকোনো সময় ট্রলার ডুবির মত মারাত্মক দুর্ঘটনা হতে পারে।

নৌকার মাঝিদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন, বাড়তি খরচ ও নদীর উত্তাল পরিস্থিতির কারণে তারা এই ভাড়া নিচ্ছেন। তবে এ বিষয়ে কোনো প্রশাসনিক অনুমতি রয়েছে কি না—তা জানতে চাইলে তারা নিরুত্তর থাকেন।

রুপসা থানা বা নৌপুলিশ এখনো এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ বিষয়ে প্রশাসনের নজরদারি ও যথাযথ পদক্ষেপ কামনা করছেন স্থানীয় জনগণ।

  • রুপসা ঘাটে নৌকা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়