জনপ্রিয়

রিকশাওয়ালা কে কুকুরের সাথে শিকলে বেধে রেখে নির্যাতনের আসামী গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

মোঃ জামাল হোসেনঃ সাভারে পাওনা টাকার জন্য এক রিকশাচালক কে তুলে নিয়ে এসে কুকুরের সাথে শিকল দিয়ে বেধে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত মামুন কে গ্রেফতার করেছেন পুলিশ। ১৭ মে ১০ টার দিকে হেমায়েতপুর থেকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতার মামুন ওরফে সুকান্ত দাশ গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়। তার বাবার নাম মৃত সুনীল বরুণ দাশ। তিনি পূর্বে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন মুসলিম। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বাড়া বাড়িতে থাকেন। পুলিশ বলেন- ৭ মে পাওনা আটশত টাকার জন্য রবিউল নামের এক রিকশাচালক কে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঠালতলা থেকে তুলে নিয়ে এসে বেপরোয়া ভাবে মারধর করেন মামুন। তারপর কুকুরের সাথে শিকল দিয়ে বেধে রাখেন। ঘটনাস্থলে পুলিশ যাবার কথা শুনে পালিয়ে যায় মামুন। পালিয়ে বেড়ান রাজধানীর ভিবিন্ন এলাকায়। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে হেমায়েতপুর বাস-স্টেশন থেকে গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা বলেন- কুকুরের সাথে শিকল দিয়ে বেধে রেখে নির্যাতনের দায়ের করা মামলায় অভিযুক্ত মামুন কে গ্রেফতার করা হয়েছে।