জনপ্রিয়

রায়গঞ্জে মানবিক সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মোঃ রেজাউল করিম খান
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

মানুষ মানুষের জন্য রায়গঞ্জ উপজেলায় মিত্রতেঘুরী মানবিক সংগঠনের সহায়তায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০/৪ /২৪ রোজ বুধবার মিএতেঘুরী বাজারে অসহায় ও দুস্থ ১শত পরিবারের মাঝে। আলু, চিনি,সয়াবিন তেল, পেঁয়াজ, লাচ্ছা, গুড়া দুধ,সাবান বিতারন করাহয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহনেওয়াজ( রিপন)।head department of mathematics Fahad Tutorial (online education platform). তিনি বলেন আমাদের গ্রামটা প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় আমরা অনেক কিছু থেকে বঞ্চিত আমরা আমাদের অবস্থান থেকে অসহায় দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ঈদ উল ফিতর, ঈদ উল আযহা তে অসহায় পরিবারকে আমরা খাবার তুলে দেয়।শীতের মধ্যে আমরা ১শত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করি। পিছিয়ে পড়ে মানুষগুলো কিছু করতে পারলে আমাদের ভালো লাগে। এদের নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান সহ মানবিক সংগঠনের সকল পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।জ

  • রায়গঞ্জে মানবিক সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ