জনপ্রিয়

রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিঠের ঘটনা ঘটেছে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago


আমীনুল ইসলাম:

কুড়িগ্রামের রাজারহাটে বুধবার ১৭এপ্রিল দুপুরে রাজারহাট বাজারে দোকানের আবর্জনা ফেলানোকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে নুরুন্নবী গিফট কর্নারের দোকানের আবর্জনা বাজারের প্রধান সড়ক সরকার ভ্যারাইটি স্টোরের সামনে স্তুপ করে রাখতো।

যা বাতাসে উড়ে এসে সরকার ভ্যারাইটি স্টোর সহ আশপাশের পরিবেশ নোংরা হতো। এমন অভিযোগ এনে বীর মুক্তিযোদ্ধার সন্তান সরোয়ার জাহান পলাশ নুরুন্নবী গিফট কর্নারের লোকজনকে এখানে আবর্জনা ফেলানো নিষেধ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে থামিয়ে বিষয়টি আপোষ মিমাংসা করা হয়। সরোয়ার জাহান পলাশ জানান বুধবার দুপুরে পলাশ নুরুন্নবী গিফট কর্নারের সামন দিয়ে চায়ের দোকান থেকে বেরিয়ে আসার পথে গতকালের ঘটনার জের ধরে নুরুন্নবী গিফট কর্নারের মালিক নুরুন্নবী ও তার ভাই আনোয়ার, আসলাম, আরবি সহ বেশ কয়েকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার পথ গতিরোধ করে এলোপাথাড়ি মারপিট শুরু করে।

পলাশের উপর আক্রমণ করার ফলে সে উত্তেজিত হয়ে পাল্টা আক্রমণ চালায়। এতে পলাশ ও নুরুন্নবী সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলে তাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মারপিঠের ঘটনার খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

  • রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিঠের ঘটনা ঘটেছে