জনপ্রিয়

রাজশাহীতে সাংবাদিকের বাবা-ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা,থানায় অভিযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 months ago

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার রাজশাহী প্রতিনিধি মীর রকি রাজ এর বাবা ও ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। গতকাল শনিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় কাদিরগঞ্জ আমবাগান কড়ইতলা জামি মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই সাংবাদিকের বাবা ও বড় ভাই হচ্ছেন মোঃ রইস উদ্দিন ও মোঃ রনি।তারা উভয়ে আমবাগান এলাকায় বাসবাস করেন এবং সাংবাদিক ছোট ছেলে ১৭নং ওয়ার্ড কয়ের দ্বারা এলাকার নিজ বাসায় বসবাস করেন। ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক রকির বাবা বলেন, আমি কিছু বোঝে উঠার আগেই আসামী মিলন আমাকে অকথ্য ভাষায় গালাগালি, ধাক্কাধাক্কি, মারধর শুরু করে আমি জিজ্ঞেস করলে আসামী মিলন বলে, তোর সাংবাদিক ছেলে আমার বিরুদ্ধে পত্রিকায় লিখেছে তাকে বলে দিস যেখানে পাবো মেরে লাশ গুম করে দিবো খুঁজে পাবিনা সাংবাদিক ছেলের লাশ।সেই সময় আমার বড় ছেলে ঐদিক দিয়ে আসলে তাকেও সে একইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর শুরু করে। সে সময় উপস্থিত কিছু লোকজন এসে আমাদেরকে তার হাত থেকে উদ্ধার করে।চলে যাওয়ার সময় সে আমার পকেট থাকা ৪০০০ টাকা জোর করে নিয়ে যায়।সে যেতে যেতে আবারও বলে তোর সাংবাদিক ছেলেকে সাবধানে থাকতে বলবি আর পারলে আমার কিছু করে নিতে বলিস এই কথা বলে সে ওই স্থান ত্যাগ করে। তিনি বলেন, আসামী মিলন একজন কুখ্যাত সন্ত্রাসী তার নামে অগণিত মামলা রয়েছে সে একজন মাদকসেবী, মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই, মারামারি, ডাকাতি, এমনকি মার্ডার মামলাও তার উপর আছে।এই আসামী মিলনের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ তার ব্যাপারে এলাকার মানুষ মুখ খুললে তাদের কেউ মারধর করে এই সন্ত্রাসী মিলন। ঘটনা সূত্রে জানা যায়, বিগত দুই থেকে আড়াই মাস আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৫ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি মিলনকে নিজ এলাকা আমবাগান থেকে গ্রেফতার করে।তারই প্রেক্ষিতে সাংবাদিক রকি পত্রিকায় একটি নিউজ করে তারই ক্ষোভে আসামি জামিনে বের হয়ে সাংবাদিক রকিকে না পেয়ে তার বাবা ও ভাইয়ের উপর এই কুখ্যাত সন্ত্রাসী মিলন হামলা চালায়।এবং সাংবাদিক রকিকে জানে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সাংবাদিক রকি। এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, সাংবাদিক হচ্ছে দেশ ও জনগনের বন্ধু তাদের কাজেই অন্যায়কে নিউজের মাধ্যেমে জনগণের সামনে তুলে ধরা।এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

  • থানায় অভিযোগ
  • রাজশাহীতে সাংবাদিকের বাবা-ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা