জনপ্রিয়

রাঙ্গুনিয়ার শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

জামিল মোহাম্মদ জনি, চট্রগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ঐতিহ্যবাহী মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজের হলরুমে রোববার (১০ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ মান্নান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ হাসেম বিএসসি। উদ্বোধক ছিলেন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বাবু, স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব বদিউল খায়ের লিটন চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সৈয়দা খোদেজা বেগম, হোসনে আরা বেগম, কর্মচারী মাহবুবুল আলম, মো. এরশাদ, সুকুমার মুৎসুদ্দি, করিম বক্স, রফিকুল আলম। শিক্ষক পরিষদের সম্পাদক মমতাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট উদয়ন বড়ুয়া, নুরুল হুদা, সাইদুদ্দিন আজম, আব্দুল্লাহ আলিম আব্দুল্লাহ, শিক্ষক ফজলুল কাদের চৌধুরী, সুনীল কুমার শীল, চিন্ময়ী ঘোষ, মোহাম্মদ আলাউদ্দিন, নুরুল বশর রাসেল, শুভ্রা মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে কলেজ, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

  • রাঙ্গুনিয়ার শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজে সংবর্ধনা অনুষ্ঠান