জনপ্রিয়

রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago
রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালন

রিয়াজুল হক সাগর, রংপুর

বুধবার স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের শুরুতে ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুাথানের শহিদদের প্রতি সম্মানে দাড়িয়ে সমবেদনা ও নিরাবতা পালন করা হয়।

রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালন

এ সময় এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ সালেকুজ্জামান সালেক, একুশে টিভি রংপুর অফিস প্রধান ও সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর রংপুর অফিস প্রধান ও দৈনিক আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক,বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের উপদেষ্টা ফখরুল আনাম বেঞ্জু,সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলা ভিশনের রংপুর প্রতিনিধি জুয়েল আহমেদ, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী, শিবরাম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাবেক সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিড,রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, টিসিএ রংপুরের সভাপতি এহসানুল হক সুমন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল।

রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালন

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব মেজবাহুল হিমেল। এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক নজরুল মৃধা, জাগো নিউজের রংপুর প্রতিনিধি জিতু কবির, দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, দৈনিক প্রতিদিনের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক শাহ্ আমানত, বিটিভি রংপুর প্রতিনিধি হাবিবুর রহমান হাবীব, দৈনিক যুগের আলোর স্টাফ রির্পোটার রবিউল ইসলাম দুখু, গ্লোবাল টিভি রংপুর প্রতিনিধি আব্দুর রহমান রাসেল, উত্তর বাংলা ডট কমের প্রকাশক মুরাদ মাহমুদ, সিএনবি নিউজ সম্পাদক মিয়া মোহাম্মদ সুজন, বায়ান্নর আলোর সহকারি বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুন, ফটো সাংবাদিক টিপু, ইমরোজ হোসেন ইমু, ময়নুল ইসলাম, শাহিন হোসেন, রাশেদ রাব্বি, আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান সেলিম সহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।আলোচনা ও কেককাটা আগে দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো জার্নালিস্ট উদয় চন্দ্র বর্মণকে ফুল দিয়ে বরণ করেন নেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, দেশ ও জাতির উন্নয়নে ফটোসাংবাদিকদের ভূমিকা অপরিসীম। জাতির প্রয়োজনে তাঁরা সর্বদা সচেষ্ট দায়িত্ব পালন করেন। জীবনের মায়া ত্যাগ করে ফটো সাংবাদিকরা ছবি তুলে সৃষ্ঠি করেন নতুন গৌর্বোজ্জল ইতিহাস। অতিত ইতিহাস ঘাটলেই উঠে আসবে ফটো সাংবাদিকদের অসামান্য ত্যাগ। ফটোসাংবাদিকদের তোলা ছবির মাধ্যমেই দেশ ও সমাজের সুখ-দুঃখের কথা আমরা সবাই জানতে পারি। ফটো সাংবাদিকরা এই আধুনিক যুগে প্রতিনিয়ত নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু সংবাদ প্রচার ও প্রসার করছে।’ এই পেশার উন্নয়নে সরকারি ও বেসরকারি পৃষ্টপোষকতা প্রয়োজন। বক্তারা ফটো সাংবাদিকদের ফিচার ছবি তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন।

  • রংপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালন