জনপ্রিয়

রংপুরে নীলফামারী সমিতির ঈদ সামগ্রী বিতরন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

রংপুর ব্যুরো: ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে রংপুরে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছে নীলফামারী জেলা সমিতি রংপুর। শুক্রবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে নগরির দু’শতাধিক গরিব অসচ্ছল মানুষকে চিনি, সেমাই, পোলার চাল, তেল ডালসহ ব্যাগ ভর্তি সামগ্রী আনুষ্ঠানিক ভাবে উপহার দেন সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক। সমিতির সভাতি আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপহার অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সমিতির উপদেষ্টা ফিরুজুল ইসলাম, বেগম রোকেয়া সরকারি কলেজের শিক্ষক লায়ন আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শুধু ঈদ কেন্দ্রিক নয়, যে কোন দূর্যোগে রংপুরে বসবাসকারী অসহায়সহ সাধারণ মানুষের পাশে থেকে শক্ত মজবুত সম্পর্ক তৈরি করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।

  • রংপুরে নীলফামারী সমিতির ঈদ সামগ্রী বিতরন