রংপুর প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জ উপজেলার ধনীরামপুর গ্রামের দুই যুবক রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অভিযোগে গণপিটুনিতে হত্যা করার প্রতিবাদে বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ দলিত পরিষদ, রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন জেলা শাখার সভাপতি এডভোকেট পলাশকান্তি নাগ, সংগঠক সাজু বাসফোরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “এ ঘটনা কোনো সাধারণ অপরাধ নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। দায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও উল্লেখ করেন, দলিত জনগোষ্ঠীকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রসঙ্গত, কয়েক দিন আগে তারাগঞ্জের বুড়িরহাট এলাকায় স্থানীয়রা চুরির অপবাদ দিয়ে রুপলাল ও প্রদীপকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়, যা এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে।