জনপ্রিয়

‘মোদি হটাও-দেশ বাঁচাও’ স্লোগানে উত্তাল ভারত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 day ago

আন্তর্জাতিক ডেস্ক.

বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর, ঠিক তখন মোদি প্রশাসনের ভুলে ভারত হারাচ্ছে তাদের সবথেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসতো। যার পরিমাণ ১৬ বিলিয়ন বা ১৬০০ কোটি ডলার। যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। তাই বলা যায়, বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথেই হাঁটছে।

হাসিনা পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা গুজব সংবাদ প্রকাশের প্রতিবাদে বাংলাদেশের সব জায়গায় ভারতকে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশীরা। ‘ভারত হটাও এবং ভারতের পণ্য বর্জন’ আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। এমনকি কি বাংলাদেশের দোকানগুলো থেকে অনেক ক্রেতা ভারতীয় পণ্য কিনছে না। তারা ভারতীয় পণ্য বয়কট করছে। সবকিছু নিয়ে ভারত এখন বেকাদায় পড়েছে। কৃষকসহ সর্বস্তরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ গিয়ে পড়েছে মোদি প্রশাসনের উপর।

সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ মোদির ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতাসহ গোটা ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরার উপক্রম হয়েছে। আর এমন পরিস্থিতির জন্য মোদির উপর ফুসে উঠেছে কলকাতাসহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা। আসন্ন নির্বাচনে মোদির ভরাডুবি চাইছে ভারতের ব্যবসায়ীরা। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদির সরকারের পতন চায়ছে। মোদির এই প্রশাসনের কবর রচিত হোক এরকম প্রত্যাশায় করছে ব্যবসায়ীরা। তারা যেন তাদের পেটের তাগিদে চালানো ব্যবসা ঠিকমত করে চলতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দ্র বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে।

ইতোমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ‘মোদি হটাও’ স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে। বিভিন্ন সংগঠন তাদের দাবি নরেন্দ্র মোদি গণতন্ত্র লুন্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উসকে দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে হাজির পিডিএস নেতা সমীর পুতুতুন্ডু বলেন, এইবার এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে না পারলে দেশে আর কখনো নির্বাচন হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গা পোস্টার দেখা গেছে। ওই পোস্টারে লিখা ছিল ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টার গুলো ১১ টি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্য জুড়ে তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

  • `মোদি হটাও-দেশ বাঁচাও’ স্লোগানে উত্তাল ভারত