জনপ্রিয়

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে হাফেজ নোমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

আজ ১৭ই এপ্রিল হাফেজ নোমানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউপির পানুয়াঘাট রাস্তার মাথায় মারাত্মক মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারায় এই যুবক।

হাফেজ নোমান ফেনী সদর উপজেলার বারাহীপুর পাটোয়ারী বাড়ির ছোট ছেলে। পিতা আলমগীর। তথ্যমতে জানা যায় যে, নোমান বেড়ানোর উদ্দেশ্যে নানার বাড়ি যায়। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে বের হলে এই দূর্ঘটনাটি ঘটে।

ছাগলনাইয়া থানার মো.হাসান ইমাম জানিয়েছেন যে, এর জন্য অবশ্যই দ্রুত কিছু একটা ব্যবস্থা নেওয়া হবে। এবং তরুণ, যুবকদের সাবধান করা হয়েছে। এছাড়াও এ নিয়ে চলছে ময়না তদন্ত।

  • মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে হাফেজ নোমান