জনপ্রিয়

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তিন!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

আকাশ দাশ সৈকত

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ভুট্টা বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়। দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটিও। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বড়তাকিয়া খৈয়াছড়া ঝরনার কাছে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, উপজেলার বড়দারোগাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রীদের নিয়ে পূর্ব খৈয়াছড়া এলাকায় যাচ্ছিল। যাত্রীরা নামার প্রক্রিয়ায় থাকাকালীন পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয় এবং ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই এক শিশু ও একটি নারীসহ তিনজন নিহত হন, এবং আরও তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে এক শিশু সহ তিনজনের লাশ উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে, এবং নিহত ও আহতদের পরিচয় অনুসন্ধানে কাজ করছ।

  • মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত তিন!