জনপ্রিয়

মানবতার কল্যাণে সেচ্চায় রক্তদান ফাউন্ডেশন এর উদ্যেগে বিশেষ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ, স্টাফ রিপোর্টারঃ মানবতার কল্যাণে সেচ্চায় রক্তদান ফাউন্ডেশন মোমেন শাহী এর বিশেষ আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি মুফতি হাফেজ মাওলানা আল আমিন ‌। পরিচালনায় ছিলেন মুফতি হাফেজ মাওলানা মোজাম্মেল হক সাধারণ সম্পাদক মানবতার কল্যাণে সেচ্চায় রক্তদান ফাউন্ডেশন মোমেন শাহী। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত মুফতি হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান হিমেল। তিনি বলেন প্রানবন্ত ও আনন্দময়,আমরা সকলেই অবগত আছি যে আমাদের সংগঠন কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য স্বচ্ছ চেষ্টা করে সকল সদস্যদের কে নিয়ে মানবতার কল্যাণে সেচ্চায় রক্তদান ফাউন্ডেশন কে এগিয়ে নিয়ে যাবো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন ১.রক্ত গ্রহীতা রোগীর জন্য রক্ত খোঁজে দেওয়া এবং রক্তদাতাকে সন্ধ্যান করে দেওয়া। ২.রক্তদানের জনসচেতনতা সৃষ্টি করা। ৩.প্রত্যন্ত এলাকা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফ্রি ব্লাড ক্যাম্পিং করা ‌‌। ৪.দরিদ্র জনগোষ্ঠী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেবামূলক কাজে অংশ গ্রহণ করা। ৫. সশস্ত্রা মাদক ইভটিজিং ও ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ‌। ১৩.০৪.২৪ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০ টার সময় থেকে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় শুরু হয়। এবং যারা অংশগ্রহণ করেছে, তাদের ফলাফল ঘোষণা করেন । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মুফতি আল আমিন ১। স্থান অর্জন করেছেন: মুফতি মোঃ নূরে আলম। ২। হাফেজ মাওলানা মোঃ দিদারুল ইসলাম। ৩। হাফেজ মাওলানা মোঃ নোমান আহম্মেদ। ৪। হাফেজ মাওলানা মোঃ রাকিব হাসান। ৫। মোঃ সোহাগ আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত সিনিয়র ব্যাক্তি বর্গ এবং অন্যান্য সদস্য বৃন্দ। স্থান হাতিবান্ধা.বওলা.ফুলপুর. মোমেনশাহী।