জনপ্রিয়

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন নালিতাবাড়ীর বিএনপি নেতা দেলোয়ার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 37 minutes ago

নালিতাবাড়ী প্রতিনিধি:
.
‘মানবতার কল্যাণে মাদার তেরেসা’—এই প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ এবং শীর্ষক আলোচনা সভা। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এবার এ সম্মাননা পেয়েছেন নালিতাবাড়ী উপজেলা রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক দেলোয়ার।

শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল’ আয়োজিত এ অনুষ্ঠানে মুজিবুর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আহসান উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা হারুন, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি আরমান চৌধুরী প্রমুখ।

এ সময় রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • 'মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন নালিতাবাড়ীর বিএনপি নেতা দেলোয়ার