জনপ্রিয়

মাত্র ২২ বছরে ক্রিকেটকে বিদায় বললেন নাবিল!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

আকাশ দাশ সৈকত

ব্যাক্তিগত কারণ দেখিয়ে মাত্র বাইশ বছর বয়সে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রান্তিক নওরোজ নাবিল।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য কি ? এমন প্রশ্নের উত্তর আসতে পারে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। যে দলের একজন ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। তবে বিশ্বকাপের পরপরই খেই হারিয়ে বসেছে এই ওপেনার ব্যাটার। ক্যারিয়ারের উত্থান পতনের ব্যাট হাতে নিজেকে ধারাবাহিক করতে ব্যস্ত ছিলেন দীর্ঘদিন । তবে নিজেকে হারিয়ে খোঁজার মধ্যেই হঠাতে সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেন খুলনার এই ক্রিকেটার। জানা যায় দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন তিনি তাছাড়া পড়িলেখা নিয়েও ব্যস্ত আছেন ,নিয়মিত ক্লাস এবং অংশ নিচ্ছেন সব পরিক্ষাতে। যদিও নিজের অবসরের কথা নির্বাচকদের আগেই জানিয়েছিলেন নাবিল এইবার গণমাধ্যমকে নিশ্চিত করলেন বিষয়টি।

গত বছর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট এবং এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও খুলনা বিভাগের হয়ে ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছেন নাবিল। এসব দলের হয়ে কোনো ম্যাচে ফিফটি ছাড়িয়েছেন তো আবার কোনোদিন ছিলেন রান খরায়। সবমিলিয়ে প্রথম শ্রেণির ৭ ম্যাচে ৩০৫ এবং লিস্ট ‘এ’ শ্রেণির ২৮ ম্যাচে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল।

  • মাত্র ২২ বছরে ক্রিকেটকে বিদায় বললেন নাবিল!