জনপ্রিয়

মা’গো———- ওও —————মা’গো

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

আল-হেরা মাহমুদুল হাসান লিমন

তোমার কথা মনে পড়লে কান্নায় ভেসে যাই
তোমায় ছাড়া মাগো আমার জীবনটাই বৃথায়
তুমি ছিলে দুঃখের মাঝে আমার পাশে পাশে
তুমি ছাড়া দুঃখগুলো কাটে না যে,
আমার মনে কত ব্যথা বলতে পারি না
তোমার কথা মনে পড়লে সইতে পারিনা
তুমি ছিলে পরিবারে সবার প্রিয় মা
কেউ না খেলে মাগো তুমি খেতে না
তুমি যখন গেলে চলে আমাদের ছেড়ে
তোমার জন্যে করি দোয়া প্রভুরী কাছে।
নিও প্রভু আমার মাকে বেহেস্তের মাঝে
তোমায় যখন বলতাম আমি একা চলতে পারব না।
তুমি তখন স্নেহ দিয়ে বললে আমাকে
আমি যখন থাকবো না রে তর একা চলতে হবে
তাই আমি বেঁচে থাকতে শিখাবো তোরে
কিভাবে চলবি একা দুনিয়ার মাঝে
সেই বলে গেলে চলে আরতো এলেনা
তোমার জন্যে পরাণ পাখি আরত মানে না
মা’গো——— অও———মা’গো

  • মা'গো---------- ওও ---------------মা'গো