বান্দরবান জেলা প্রতিনিধি
বুধবার (১৯ মার্চ) কক্সবাজারের চকরিয়া উপজেলা ইউনিয়নের অন্তর্গত চা-বাগান উত্তরপাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে মরহুম রশিদ আহমদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম সহ অন্যান্য সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আনোয়ার হোসেন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দগণ।
মরহুম রশিদ আহমদ ফাউন্ডেশন ২০২৩ইং সাল থেকে প্রতিষ্ঠার পর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা আসছে। অত্র ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, মানব কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। মানবতায় হলো প্রকৃত ধর্ম। উক্ত ফাউন্ডেশন এর সদস্য সংখ্যা ৩০ জন।প্রতিবছরের ন্যায় এই বছরও দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকলে সমাজ আরো উন্নত হবে। সভাপতি বলেন, প্রতিবছর মানবতার কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।