জনপ্রিয়

ভোলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

ভোলা প্রতিনিধি

ভোলায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- চরনোয়াবাদ এলাকার মো.কালিমুল্লাহ, হাবিবউল্লাহ খোকন ও শাকিল আহমেদ। এরমধ্যে কালিমুল্লাহ ও হাবিবউল্লাহ খোকন আপন ভাই এবং ওই এলাকার মৃত ছাদেকের ছেলে। অপরজন ভোলা শহরের গাজিপুর রোডের বাসিন্দা।

এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে ভোলা শহরের শীশমহল হোটেলের সামনে সংবাদ সংগ্রহকালে স্থানীয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও ভোরের আলো পত্রিকার ভোলা প্রতিনিধি বিজয় বাইনের উপর অতর্কিত হামলা চালায় ২০ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল। পরে বিজয় বাইন বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হাবিবউল্লাহ খোকন ও মামলার ৩ নম্বর আসামি শাকিলকে গ্রেফতার করা হয়। পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি কালিমুল্লাহকে গ্রেফতার করা হয়

  • ভোলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩ জন