জনপ্রিয়

ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়ন হতে অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

ভোলা প্রতিনিধি

ভোলায় সদর উপজেলা ১১নং ভেদুরিয়া ইউনিয়ন থেকে১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা ও ৫৬৯টি ইয়াবাসহ ৫ জন সন্ত্রাসীকে আটক করা করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।

শুক্রবার (৪ এপ্রিল) মধ্যে রাতে উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।

দুপুর ১২টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- মো. জাহাঙ্গীর (৬৫), মো. মঞ্জু (৩৫), মো. জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) ও মো. সেলিম (২৬)। তারা সবাই ওই ইউনিয়নের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, দীর্ঘ দিন ধরে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলো। স্থানীয়রা কোস্ট গার্ডের শরণাপন্ন হলে কোস্ট গার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যে রাতে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও নগদ ৪৪ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

পরে সব আলামতসহ আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়ন হতে অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক