জনপ্রিয়

ভারতীয় চিনির ট্রাক উদ্ধার করেছে বিজিবি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

ছাগলনাইয়া পৌরসভার চৌধুরী রাস্তার মাথার সামনে থেকে বিপুল পরিমাণে ভারতীয় চিনি আটক করেছে ৪ বিজিবি।সকালবেলা থেকে আজ অভিযানে ছিল বিজিবি। একজন অফিসারের সাথে কথা বলে জানা যায় যে, ‘এ-ই চিনিগুলো চোড়া মাল।জঙ্গলমিয়ার ইন্ডিয়া বর্ডার গার্ড থেকে এইসব চুড়ি করা মাল প্রাচার হচ্ছে জেনে অভিযানে নামে।’এইসব চুড়ি করা মালের মধ্যে প্রধান হলো চিনি যা ভারত থেকে বেয়াইনিভাবে লাইসেন্স ছাড়া আনা হচ্ছে। এসব ভারতীয় চিনি এবং মাল এনে বাংলা দেশে চড়া দামে বিক্রি করা হয়।এসব তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে এক ট্রাক ভারতীয় চিনিসহ ৪জন সহকারী এবং বোঝাই ট্রাক উদ্ধার করেন। সাক্ষাৎ করে জানা গেছে যে,আরও দুই দুইবার ভারত থেকে কিছু মসলা আনা হয়েছে বেআইনিভাবে। কিন্তু কিছু সমস্যার কারণে উদ্ধার করা হয় নি। এছাড়াও প্রাচার করা হয়েছে ভারতীয় মদ। এসব তথ্যের ভিত্তিতে আজ রোজ শনিবার বিজিবির ৪ সদস্য আটক করেছে।

  • ভারতীয় চিনির ট্রাক উদ্ধার করেছে বিজিবি