জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার গাড়ি চাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃ/ত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার ময়লার গাড়ি চাপা পড়ে আলামিন মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লা ডাম্পিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলামিন জেলার সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। নিহতের স্বজন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো ট্রাক্টরে (ময়লার গাড়ি) করে ময়লা ডাম্পিং স্টেশনে যান আলামিন। সেখানে ময়লা অপসারণের একপর্যায়ে চালক দ্রুতগতিতে গাড়িটি পেছনে নিতে গেলে তিনি চাপা পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে আসা সহকর্মী এবং স্বজনরা জানান, লাইসেন্সবিহীন চালক আমির হোসেনের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা চালকের বিচারের পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার দাবি জানান। এব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পর থেকে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া চালক আমির মিয়া গা ঢাকা দিয়েছেন।

  • ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার গাড়িচাপায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু