জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া কসবার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে  বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কৃষক  নিহত হয়েছেন। ঘটনাটি আজ ২২/০৪/২৪ইং রোজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটে। স্থানীয় সূত্রে জানা জানায়, সকালে এই সীমান্ত এলাকা দিয়ে হাসান মিয়া নো মেন্স ল্যান্ডে গেলে   বি এস এফ তাকে গুলি করে এতে সে গুরুতর আহত হয়।পরে তাৎক্ষনিকভাবে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনলে দায়িত্বরতরা তাকে মৃত ঘোষণা করেন। 
এ ব্যাপারে বায়েক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, নিহত হাসান মিয়া কাইয়ূমপুর গ্রামের দারু মিয়ার ছেলে। সে পেশায় একজন কৃষক। 
খবর পেয়ে কসবা থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
 তবে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, নিহত হাসানের চোরা চালানের সাথে সম্পর্ক রয়েছে বলে আমরা জানতে পেরেছি । এর সত্যতা নিহতের চাচাতো ভাই আরিফ স্বীকার করে বলেন, 
হাসান বিভিন্ন সময় সীমান্তের ওই পাড় থেকে চিনি চোরাচালানের পরিবহনে শ্রমিকের কাজ করতো। সোমবার সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়।
এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমরা জেনেছি, এবং তা আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।  পরবর্তীতে তার পরিবারের সাথে কথা বললে জানা যায়, নিহত হাসান মিয়া সেই জায়গায় বসা ছিল বিএসএফ তাকে গুলি করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণবাড়িয়া কসবার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত