জনপ্রিয়

বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে  বাড়ির নির্মাণ করার অভিযোগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে  জমি দখল করে বাড়ির নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবার আলীর ছেলে হাছেন মন্ডল (৭৫) এর বিরুদ্ধে। বাড়ির নির্মাণ বন্ধ ও জমি ফিরে পেতে বেলকুচি থানায় লিখিত অভিযোগ দাযের করেছেন ভুক্তভোগী আতাউর রহমান।

আতাউর রহমান অভিযোগ করে বলেন, দেলুয়া মৌজার আর এস  ৬৭৯ খতিয়ান ও আর এস  ২৫৭২ দাগের ২৪৮ শতাংশের মধ্যে দৌহিত্র সুত্রে ২৭.৩০ শতাংশ পায়। কিন্তু আমি ১৮ শতাংশ ভোগ দখল করে আছি। কিন্তু হাছেন মন্ডল গং প্রভাব খাটিয়ে আমার বাকি শতক জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। আমি তাদের জমি মেপে বাড়ির নিমার্ণ  করার জন্য অনুরোধ করলেও তারা কথা শোনেনি বরং কোন কোথার তোয়াক্কা না করে দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। পরে ২ মার্চ বিকালে থানায় অভিযোগ করি।

এ বিয়ষে জানতে চাইলে অভিযুক্ত হাছেন মন্ডল বলেন, আমি এই দাগ থেকে ১৫ শতাংশ জায়গা ক্রয় করছি আমার কাছে জমির কাগজ আছে। জমি মেপে ঘর নির্মাণের কথা জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলেননি।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। নির্মাণ কাজ বন্ধ রাখার নিদের্শ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে  বাড়ির নির্মাণ করার অভিযোগ