জনপ্রিয়

বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর  যমুনা নদীতে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখা থেকে নিখোঁজ আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার মেঘুলা এলাকায় যমুনা নদীর শাখা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আবু বক্কার সিদ্দিক বেলকুচি পৌর চালা গ্রামের শাহীন আক্তার আব্দুল্লাহর ছেলে। সে মুকুন্দগাঁতী ইসলামীয়া দারুলহেফজ মাদ্রাসার কোরানের ৫ পাড়া হাফেজ। মরদেহ উদ্ধার নিশ্চিত করেছেন বেলকুচি থানার (ওসি) তদন্ত আব্দুল বারিক। তিনি জানান, গত ১৭ জানুয়ারি  বিকালে  আবু বক্কার সিদ্দিক নিখোঁজ হয়। বেলকুচি থানায় ১৮ জানুয়ারি জিডি করা হয়। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যমুনা শাখা একটা মরদেহ ভেসে উঠেছে। ঘটনাস্থালে গিয়ে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করি।  যেহেতু  মরদেহ  নদীতে পাওয়া গিয়েছে সে জন্য সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।  এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদরাসা ছাত্রে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

  • বেলকুচিতে নিখোঁজের তিন দিন পর  যমুনা নদীতে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার