আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
আজ ০৯-১২-২০২৪ ইং রোজ সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এম,এ বাকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ আহমদ আলী সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৈদ্যনাথ রায়, উপজেলা সমাজ সেবা অফিসার দেবাশীষ ঘোষ, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।