জনপ্রিয়

বেফাক থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 days ago

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী 

কওমী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও সিলেবাস প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) থেকে শেখ হাসিনার দোসরদের  অপসারণের দাবিতে সচেতন কওমি ছাত্রসমাজ এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।  সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, কওমি মাদ্রাসার ইতিহাস, শাপলা চত্বরের রক্তাক্তের ইতিহাস। আমাদের ইতিহাস বায়তুল মোকাররমের এই উত্তর গেটে মোদির বিরুদ্ধে আন্দোলন করায় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হেলমেট বাহিনীর হামলার ইতিহাস। তাই এই কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ড ‘বেফাক’কে স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের হাত থেকে মুক্ত করতে হবে।  বেফাকে এখনো ৫ আগস্টে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার দোসররা রয়ে গেছে। আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বারবার আন্দোলন ও প্রতিবাদ জানিয়ে এলেও এখনো পর্যন্ত এই দোসরদের অপসারণ করা হয়নি।  ফ্যাসিবাদের দোসর মৌলভি উবায়দূর রহমান খান নদভী ও আনাস মাদানীকে এখনো অপসারণ করা হয়নি। আমরা বেকাফের কাছে সব ধরনের তথ্য প্রমাণ দেওয়ার পরও তাদেরকে অপসারণ করা হচ্ছে না। অতিদ্রুত সময়ে আলেম নামের এই দালালদের অপসারণ না করা হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। বক্তারা আরও বলেন, মৌলভি উবায়দুর রহমান খান নদভী শেখ হাসিনার নির্দেশে গত ১৮ ডিসেম্বর রাত্রে টঙ্গির ইজতেমার মাঠে ভারতীয় নাগরিক মাওলানা সা’দের নির্দেশে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লীদের ওপর হামলার পরিকল্পনাকারী। ওবায়দুর রহমান নদভী সহ এই হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

  • বেফাক থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ