জনপ্রিয়

বেতাগীতে বিস্ফোরক আইনের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

মুহাম্মদ এরশাদুল ইসলাম (বরগুনা প্রতিনিধি)

বরগুনার বেতাগীতে বিস্ফোরক আইনের মামলায় সন্দেহভাজন আরেক জন আটক করছে বেতাগী থানা পুলিশ। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় মাহমুদ সিকদার মনির নামে একজন ইউপি সদস্যকে সন্দেহভাজন আটক করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ঝোপখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাহমুদ সিকদার মনির বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক। এ নিয়ে এই মামলায় মোট ৩ জন সন্দেহভাজন আসামিকে আটক করেছে বেতাগী থানা-পুলিশ। বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌরশহরে একটি আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমরান ও রেজাউল করিম নামে দুইজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আহত হয় বলে জানা যায়।

উল্লেখ্য যে, এ ঘটনায় গত ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার বাদী হয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করে আসামি করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪/১৫। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে ইউপি সদস্য মাহমুদ সিকদার মনিরকে আটক করা হয়। তাকে বিকেলে ( ৪ নভেম্বর) বরগুনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • বেতাগীতে বিস্ফোরক আইনের মামলায় ইউপি সদস্য গ্রেফতার