বেতাগীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 hours ago

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসএসসি, এসএসসি(ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি বিপুল শিকদার। বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. শাহিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদুর রহমান ও হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. সেলিম আহমেদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক প্রকৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

  • বেতাগীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা