জনপ্রিয়

বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় নাসির গ্লাস ফ্যাক্টরির পাশে সংলগ্ন ডবন এ স্পিনিং মিলস লিমিটেড। আজ সকাল ০৬.০০ টার সময় ময়মনসিংহ ঢাকা মহাসড়কের পাশে এএ ইয়ান স্পিরিং মিলস লিমিটেড।এর বেতন বৃদ্ধি আন্দোলন করেন কর্মরত শ্রমিকরা।প্রায় দুই ঘণ্টা ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। এমন সময় শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন।নিত্যেপূণের দাম ৩ গুনবারছে. চাল. ডাউল.চিনি.আট.তেল.পিয়াজ সহ সকল পূরনের দাম বেড়েছে। গার্মেন্টসে শ্রমিকদের সরকারি ইস্কলে বেতন বৃদ্ধি হয়েছে। কিন্তু আমাদের বেতন বৃদ্ধি নিয়ে এতো তাল বাহানা করছে দীর্ঘ তিন মাস ধরে ।এবং আন্দোলন সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর ০২ । পুলিশের গুলিতে একজন শ্রমিকের বুকে ও পায়ে গুলি লাগে লাঠিচার্জ টিয়ার গ্যাস বোমা বিস্ফোরণসহ নানান ভাবে শ্রমিকদের উপর নির্মমভাবে আক্রমণ চালায়। আরো জানা যায় এডমিন এর লোক বলেছেন। আমি সকাল ০৮.০০ টাই সময় আমার ডিউটি ছিল গেট থেকে ভিতরে যেতে পারিনি আমরা বাহিরে কিন্তু ভিতরে ও যায়নি তার আগেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাহিনী এলো পাথারি গুলি করেন এবং লাঠিচার্জ বৌমা টিয়ার গ্যাস নিক্ষেপ করেন শ্রমজীবী শ্রমিকদের উপর এমন আচরণে । পুলিশ বাহিনী ক্ষিপ্ত হয়ে নারী শ্রমিকদের উপর আরো বেশি করে নির্যাতিত করেন এমনটাই জানায় শ্রমিকরা।

  • বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন